ফরমাল শার্ট কেনার আগে কি কি খেয়াল করব? Before Buying a Formal Shirt

স্কুল বা কলেজে যেকোনো ধরনের শার্ট পড়ে যাওয়া যায়। আপনি চাইলে টি-শার্ট ও পড়ে যেতে পারেন। কিন্তু বিশেষ অনুষ্ঠানে বা কর্মক্ষেত্রে আনুষ্ঠানিক ফর্মাল পোশাক অতীব জরুরী। সুন্দর জুতা প্যান্ট বা অন্যান্য আরো কিছু ব্যবহার করলেন কিন্তু শার্ট টি পড়লেন একদমই বেমানান, তাহলে কিন্তু আপনাকে পরিপাটি পুরুষ দেখাবেনা। আপনাকে পরিপাটি দেখাতে চাইলে আনুষ্ঠানিক ফরমাল পোশাক পরিধান বিশেষভাবে প্রয়োজন।

ফরমাল শার্ট কেনার আগে কি কি খেয়াল করব Before Buying a Formal Shirt
ফরমাল শার্ট কেনার আগে কি কি খেয়াল করব Before Buying a Formal Shirt

ফরমাল শার্ট কেনার আগে কি কি খেয়াল করব? What To Look For Before Buying a Formal Shirt. এখানে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করা হলো। এছাড়াও আরো অনেক বিষয় রয়েছে যা আমরা পরে কোন দিন আলোচনা করব।

১। আনুষ্ঠানিক ফরমাল শার্টের কালার হবে মার্জিত। রং বেরঙ্গের হয় না এই শার্ট।

২। অতিরঞ্জিত প্রিন্ট থাকেনা ফরমাল শার্টে।

৩। ধার শক্ত হয় এবং টাইয়ের এর জন্য প্রশস্ত থাকে বলে মনে হয়ে থাকে।

৪। ফরমাল শার্ট গুলো অন্যান্য শার্টের চেয়ে লম্বা হয়।

৫। ফরমাল শার্টের কফগুলি বিস্তৃত হয়ে থাকে।

পোশাকেই একজন পুরুষের অভিব্যক্তি প্রকাশ পায়। ব্রান্ডের সুন্দর শার্ট পড়লেই নিজেকে সুন্দর দেখাবে কিন্তু নিজের ব্যক্তিত্ব ও অভিব্যক্তির সঠিক প্রকাশ পাবে না। এর জন্য প্রয়োজন ফরমাল শার্ট। ফরমাল শার্ট গুলো 1800 টাকার মধ্যে পাবেন। ঢাকায় টপ টেন এ শার্ট গুলো খুবই সুন্দর মত সেলাই করা হয়। আপনি (What To Look For Before Buying a Formal Shirt) কি ভাবে চিনবেন তার আরো অনেক বিষয় রয়েছে।

আরো পড়তে পারেন:

চাকরির ভাইবার জন্য ফরমাল প্যান্ট কেমন হওয়া উচিৎ?

মিয়াকো ইলেকট্রিক আয়রনের দাম | Miyako Automatic Electric Iron Machine EI-757

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *