শিশুদের জন্য জনপ্রিয় পাঁচটি খেলনা। Five Popular Toys For Children

বাচ্চারা সব সময় আকর্ষণীয় খেলনা দিয়ে খেলতে পছন্দ করে। এবং খুবই আনন্দ পায়। খেলার মাধ্যমে শিশুরা পায় শারীরিক সতেজতা। বাচ্চারা খেলতে খেলতে অনেক কিছুই শিখে। খেলার মাধ্যমে তাদের মস্তিষ্ক বিকাশ হয় বলে জানা গেছে। এই খেলনা (Five Popular Toys For Children) শিশুর চিন্তাশক্তিকে বিকশিত করে। খেলে খেলে শিশু অনেক কিছু শিখতে যেমন পারে, তেমনই ঘরে বসে খেলে জন্য নিরাপদে থাকে।

শিশুদের জন্য জনপ্রিয় খেলনা:

  • রিমেট কন্ট্রোল গাড়ি
  • বেবি ওয়াকার
  • প্লাস্টিকের খেলনা ঘোড়া
  • বাচ্চাদের ইলেকট্রিক মোটরসাইকেল
  • খেলনা রিমোট কন্ট্রোল হেলিকপ্টার

১। রিমেট কন্ট্রোল গাড়ি

Five Popular Toys For Children

বাচ্চারা রিমোট চেপে গাড়ি বা অন্য খেলনা দিয়ে খেলে অনেক আনন্দ পায়। তিন বছর থেকে শুরু করে সাত বছর বয়সী বাচ্চারা খুব সহজে খেলতে পারবে। বিভিন্ন কালারের হয়ে থাকে এটি। যে কোন দোকানে অর্থাৎ যেসব দোকানে খেলনা বিক্রি হয় সেখানেই পাওয়া যাবে। বিভিন্ন দামে এই গাড়ি পাওয়া যাবে। অর্থাৎ 500 টাকার মধ্যে ও পাওয়া যাবে।

২। বেবি ওয়াকার

Five Popular Toys For Children

বাচ্চারা হামাগুড়ি দিতে দিতে একটু দাঁড়ানোর চেষ্টা করে। কিন্তু ঠিকমত দাঁড়াতে পারে না, বিধায় পড়ে ব্যথা পাওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। তাইতো এ সময়ে বাচ্চাদের জন্য বেবি ওয়াকার বিশেষভাবে প্রয়োজন। বিভিন্ন ধরনের বেবি ওয়াকার পাওয়া যায়। কিন্তু যেটির কথা বলা হচ্ছে এটিতে মজবুত ধরার হ্যান্ডেল থাকায় বাচ্চার জন্য সুবিধা। এর উচ্চতা বাড়ানো বা কমানো যাবে। নরম কুশনের ব্যবস্থা আছে। পিছন দিয়ে ঠেলে দেওয়ার ব্যবস্থা আছে। বিভিন্ন সাজের মধ্যে বেবি ওয়াকার পাওয়া যায়। সোনামনিরা চাইলে গান শুনতে পারবে। যেকোনো বাজারের বেবি শপ এ পাওয়া যাবে বেবি ওয়াকার।

৩। প্লাস্টিকের খেলনা ঘোড়া

Five Popular Toys For Children

খেলনা শিশুর চিন্তাশক্তিকে বিকশিত করে। খেলে খেলে শিশু অনেক কিছু শিখতে যেমন পারে তেমনই ঘরে বসে খেলে জন্য নিরাপদে থাকে। সাধারণত চীন নির্মাতারা এই ঘোড়া তৈরি করে থাকেন। প্লাস্টিকের খেলনা ঘোড়া রং বেরঙ্গের হয়। ০-৪ বছর বয়সী বাচ্চাদের খেলার জন্য এটি উপযোগী। দেশের যেকোনো প্রান্তের বাজারে বেবি শপে প্লাস্টিকের খেলনা ঘোড়া পাওয়া যাবে। এটি খুবই মূল্য সাশ্রয়ী আপনার বাজেট অনুযায়ী কিনতে পারবেন আশা করা যাচ্ছে।

৪। বাচ্চাদের ইলেকট্রিক মোটরসাইকেল

Five Popular Toys For Children

মেধা বিকাশের সহায়তা করে থাকে খেলনা। খেলার মাধ্যমে বাচ্চারা গুরুত্বপূর্ণ অনেক কিছু শিখে থাকে। শরীরের সুস্থতা ও মানসিক পরিপূর্ণতার জন্য খেলা অপরিহার্য। এই ইলেকট্রিক মোটর সাইকেলটি একবার চার্জ দিলে দুই থেকে তিন ঘণ্টা বাচ্চারা অনায়াসে চালাতে পারবে। মোটরসাইকেলটির হ্যান্ডেল গুলো মজবুত Upহওয়ায় সহজে ভাঙ্গার সম্ভাবনা নেই। এটি 3 থেকে 9 বছর বয়সী বাচ্চাদের জন্য উপযোগী। ইলেকট্রিক মোটরসাইকেল গুলো বিভিন্ন কালারের হয়ে থাকে। 40 কেজি পর্যন্ত লোড টানতে পারে এটি। বাজারের বেবি শপ এ পাওয়া যাবে। আপনি বাজেট অনুযায়ী চাইলে কিনতে পারবেন। 12 থেকে 13 হাজার টাকার মধ্যে পাওয়া যাবে।

৫। খেলনা রিমোট কন্ট্রোল হেলিকপ্টার

Five Popular Toys For Children

বাচ্চারা সব সময় আকর্ষণীয় খেলনা দিয়ে খেলতে পছন্দ করে। এবং খুবই আনন্দ পায়। খেলার মাধ্যমে শিশুরা পায় শারীরিক সতেজতা। এবং মানসিক বিকাশ ও ঘটে। রিমোট কন্ট্রোল হেলিকপ্টার বিভিন্ন কালারের হয়ে থাকে। এটি 4 থেকে 9 বছর বয়সী বাচ্চাদের খেলার উপযোগী। 3500 টাকার মধ্যে হেলিকপ্টারটি পাওয়া যাবে। এটি বিভিন্ন কালারের হয়ে থাকে। এবং যেকোন বাজারের বেবি শপ এ এটি পাওয়া যাবে।

এছাড়ও (Five Popular Toys For Children) আরো অনেক ধরনের খেলনা আছে।

আরো পড়তে পানেন:

তাঁতের শাড়ী কেন পরবেন? Why wear a Tant sari?

ব্লেন্ডিং ও গ্রাইন্ডিং হবে এই ব্লেন্ডার মেশিনে- Lord’s Blender Machine Price Hotel King

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *