তাঁতের শাড়ী কেন পরবেন? Why wear a Tant sari?
ঐতিহ্যবাহী বাংলাদেশীয় তাঁতের শাড়ী বিশেষভাবে পরিচিত। তাঁতের শাড়ী বাঙ্গালী সংস্কৃতির অন্যতম প্রতীক হিসেবেও পরিচিতি লাভ করে আছে। বাংলাদেশে তাঁতের শাড়ী সব শ্রেনীর মানুষের কাছে বিশেষভাবে সমাদৃত হয়ে আছে যেমনঃ শিক্ষিত, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেনী।
আপনি তাঁতের শাড়ী কেন পরবেন, Why wear a Tant sari? এবং কেন পড়বেন আজকে এসব বিষয় নিয়ে কথা বলব।
তাঁতের শাড়ী কি?
সংস্কৃত ’তত্ব’ থেকে বাংলা তাঁত শব্দের উৎপত্তি হয়েছে বলে বঙ্গীয় শব্দকোষে উল্লেখ আছে। তাঁতযন্ত্রের নানারকম প্রকার ভেদ আছে যেমন- লুম তাঁত, ফ্রেস তাঁত, চিত্তরঞ্জন তাঁত, কোমর তাঁত ইত্যাদি। পিট লুম তাঁতকে বাংলা অঞ্চলের আদি তাঁত বলা হয়। সাধারন বাঁশ, কাঠ প্রভৃতি সহজলভ্য জিনিস দিয়েই এই তাঁত তৈরী হতো।
ভালো তাঁতের শাড়ী কেমন?
ভালো তাঁতের শাড়ী সাধারনত পাড় ও আঁচল হয় চওড়া। অন্য শাড়ীর চেয়ে তুলনামূলক স্বচ্ছ হয়। শাড়ীর জমিনে থাকে বিভিন্ন ধরনের নকশা কাটা যেমন- ফুলের মোটিফ, জ্যামিতিক মোটিফ ইত্যাদি। তাঁতের শাড়ীর যেটিতে সুতার কাউন্ট যতো বেশি, সেটি ততো বেশি সুক্ষ্ণ হয়। শাড়ীর জমিতে তৈরী করা থাকে বিভিন্ন ধরনের লতাপাতা, ফুল, পাখি, প্রজাপতি, ময়ূর ইত্যাদি। শাড়ি গুলোর কালার হয় উজ্জল।
আসল জামদানি শাড়ি চিনবেন কিভাবে? How To Recognize The Real Jamdani Saree?
তাঁতের শাড়ী কোথায় কোথায় পাওয়া যাবে?
টাঙ্গাইলের তাঁতের শাড়ী বিশেষভাবে পরিচিত। অর্থ্যাৎ টাঙ্গাইলের পাথরাইলে এই শাড়ী পাওয়া যায়।
দামঃ
সর্বনিম্ন ৯৯৯ টকা থেকে সর্বোচ্চ পর্যন্ত তাঁতের শাড়ী পাওয়া যায়।
বাঙ্গালী নারী মানেই বিভিন্ন ধরনের শাড়ীর প্রতি চাহিদা আর তাঁত শাড়ী মেয়েরা একটু বেশি পছন্দ করে থাকে কারণ তাঁত শাড়ী সব ঋতুতে পড়ে আরামদায়ক। বিভিন্ন কালারের হওয়াতে সব বয়সী মহিলাদের জন্য এই শাড়ী উপযোগী।
শেষ:
যদি আপনাকে কেউ বলে তাঁতের শাড়ী কেন পরবেন, বা Why wear a Tant sari? তখন আপনি তাকে কি বলবেন?
More Article:
চুল ভালো রাখতে হেয়ার ড্রায়ার কিনুন। Remington Hair Dryer RE-2022 Best Price in Bangladesh
এই কুকওয়্যার সেটটিতে সকল কিছু রান্না হবে। MGC-10PCS Cookware Set Best Price in Bangladesh